ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেল্টারের আঘাতে শাহজালালে বিমান ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৬:১৯, ২৬ এপ্রিল ২০১৬

বেল্টারের আঘাতে শাহজালালে বিমান ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার ॥ উড্ডয়নের ঠিক আগ মুুহূর্তে বেল্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনার দরুণ বাতিল করতে হয়েছে ঢাকা থেকে গুয়াংজুগামী ওই ফ্লাইট। উড়োজাহাজটি বর্তমানে রানওয়েতেই আটকা পড়েছে। সিভিল এ্যাভিয়েশন এ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ (মঙ্গলবার) চীন থেকে আসছে আরও একটি তদন্ত টিম। শাহজালাল বিমানবন্দরে কর্মরত চায়না সাউদার্ন এয়ারলাইন্সের নিজস্ব এক কর্মীর গাফিলতির দরুণ উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে। সিভিল এ্যাভিয়েশনের সূত্র জানায়, সোমবার গুয়াংজু থেকে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি শাহজালালে অবতরণের পর দুপুর সোয়া বারোটায় সেটা আবার যাত্রী নিয়ে ঢাকা ছাড়ার সিডিউল ছিল। উড়োজাহাজটি উড্ডয়নের আগ মুহূর্তে সেখানে কর্মরত চায়না সাউদার্নের এক কর্মী লাগেজ ডোর বন্ধ করার আগেই বেল্টারের সুইচ অন করে দেয়। এতে বেল্টার আঘাত হানে উড়োজাহাজটির কার্গো ডোরের পাশে। এটা চোখে পড়ে পাইলটের। তিনি তাৎক্ষণিক সেটা খতিয়ে দেখতে পান- ওই আঘাতে উড়োজাহাজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পাইলট ওই ফ্লাইট অপারেট করতে রাজি না হওয়ায় তা বাতিল করতে হয়। উপায়ন্তর না দেখে সব যাত্রীকে অফলোড করা হয়। পরে তাদেরকে নেয়া হয় একটি হোটেলে। এদিকে ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে সিভিল এ্যাভিয়েশনের একটি টিম। রানওয়েতে রেখেই উড়োজাহাজটির পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এ সম্পর্কে জানতে চাইলে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের এক কর্মকর্তা জনকণ্ঠকে বলেন, এ ধরনের আঘাতে ক্ষতিগ্রস্ত হলে সাধারণত পুনরায় পরীক্ষা না করা পর্যন্ত পাইলট ওই ফ্লাইট অপারেট করার ঝুকি নেন না। সেজন্যই ফ্লাইটটি বাতিল করতে হয়েছে। সিভিল এ্যাভিয়েশনের পাশাপাশি চায়না সাউদার্ন থেকে আরও একটি টিম ঢাকায় আজ (মঙ্গলবার) আসবে। তারাও তদন্ত করে দেখবেন- কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে উড়োজাহাজটির। যদি উড্ডয়নযোগ্য হয় তবেই তা অপারেট করা হবে। নইলে হ্যাঙ্গারে নিয়ে ত্রুটি মেরামত করতে হবে।
×