ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে তরুণীর বস্তাবন্দী দ্বিখ-িত লাশ উদ্ধার’

প্রকাশিত: ০৮:২৮, ২৫ এপ্রিল ২০১৬

রাজধানীতে তরুণীর বস্তাবন্দী দ্বিখ-িত লাশ উদ্ধার’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারায় মস্তক বিচ্ছিন্ন এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। কামরাঙ্গীরচরে জুতার কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে মিরপুর ছিনতাইকারীরা এক বিকাশ কর্মীকে গুলি করে নগদ প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রবিবার ভোরের দিকে পুলিশ পূর্ব ভাটারা চিতা খোলা ব্রিজের পূর্ব পাশের বসুন্ধরা বালুর মাঠের পাশ থেকে অজ্ঞাত (২৫) এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকার একটি জুতা কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আল-আমিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শাহ আলম। গ্রামের বাড়ি জামালপুর জেলার জঙ্গালিয়ায়। আল-আমিনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই ॥ রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পাশে ছিনতাইকারীরা আজিজুল হাকিম সুমন (২৮) নামে এক বিকাশকর্মীকে গুলি করে নগদ প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে। পরে আজিজুলকে গুলিবিদ্ধ আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
×