ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাই-পাঞ্জাব মুখোমুখি আজ

প্রকাশিত: ০৬:৩৬, ২৫ এপ্রিল ২০১৬

মুম্বাই-পাঞ্জাব মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজই অর্ধেকটা পথ পাড়ি দেয়া হয়ে যাবে। গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স তেমন ভাল অবস্থানে নেই। সর্বাধিক ৬ ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে তারা। শেষ চারে ওঠার জন্য লড়াইয়ে টিকে থাকতে হলে তাই জিততে হবে এখন থেকেই। নিজেদের সপ্তম ম্যাচে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার দল। পরিস্থিতিটা অবশ্য আরও বেশি নাজুক পাঞ্জাবের। বলিউড সুন্দরী প্রীতি জিনতার দল ৫ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে। আজ জিতে অবস্থানের কিছুটা উন্নতি করার সুযোগ তাদের। কারণ নিজেদের মাঠেই বিপর্যস্ত মুম্বাইকে পাচ্ছে তারা। গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দারুণ জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। টানা দুই পরাজয়ের পর নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু গত ম্যাচে আবারও পরাজয়ের তিমিরেই ডুবে যায় দলটি। দিল্লী ডেয়ারডেভিলসের কাছে হেরে যায় শনিবার। মাত্র একদিন বিরতি দিয়েই আবার আজ রাতে মাঠে নামতে হবে তাদের। দিল্লীর মাঠে খেলার পর এবার পাড়ি দিয়ে আসতে হবে মোহালিতে। সেখানে স্বাগতিক পাঞ্জাবের বিরুদ্ধে ফেরার লড়াই তাদের। আজকের ম্যাচ খেললেই চলতি আসরে সবগুলো দলের বিরুদ্ধেই নামা হয়ে যাবে মুম্বাইয়ের। এখন পর্যন্ত ৬ দলের মুখোমুখি হয়ে মাত্র দুটি জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাঙ্গালুরু ছাড়াও রোহিতরা জিতেছেন বর্তমানে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে। কিন্তু জয়ের ধারাবাহিকতা নেই। একটি জয় পেয়ে গেলেও সেটা ধরে রাখতে পারেনি দলটি। এবার পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ফিরে পাওয়ার লড়াই। মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান দলটির। শেষ চারে ওঠার জন্য এখন থেকেই অবস্থান ভাল করতে না পারলে পরবর্তীতে সমীকরণটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তবে পাঞ্জাবের মাঠে জেতাটা সহজ হবে না। যদিও নিজেদের প্রথম জয়টা মুম্বাই পেয়েছিল কলকাতার মাঠেই। অপরদিকে অধিনায়ক ডেভিড মিলার ছাড়াও ঋদ্ধিমান সাহা, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শে গড়া দারুণ ব্যাটিং লাইনআপ পাঞ্জাবের। কিন্তু দলগতভাবে ঝলসে উঠতে ব্যর্থ দলটি একের পর এক পরাজয় দেখেই চলেছে। নিজেদের মাঠ মোহালিতে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলেও শুধু জয় পেয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সবমিলিয়ে ৫ ম্যাচে জয় মাত্র সেই একটিই। সবার নিচে অবস্থান করা দলটির এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আবারও নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে তারা। স্বাগতিক হিসেবে অন্য যে কোন দলের চেয়ে সর্বাধিক চতুর্থ ম্যাচ খেলবে তারা। এ কারণে জয় পাওয়াটা অতীব জরুরী দলটির জন্য। আজ সে লক্ষ্যেই মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে পাঞ্জাব।
×