ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গেইলকে নিষিদ্ধ করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১৯:১৫, ২৩ এপ্রিল ২০১৬

গেইলকে নিষিদ্ধ করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক॥ অস্ট্রেলিয়ার গ্রেট খেলোয়াড়দের একজন দাবি তুললেন, ক্রিস গেইলকে বিগ ব্যাশে আর কখনো খেলতে না দেওয়া হোক। নিষিদ্ধ করা হোক। ঘটনাটা জানুয়ারির। যখন খেলা চলাকালে এক টিভি উপস্থাপিকাকে লাইভ সাক্ষাৎকারে ম্যাচের পর ড্রিঙ্কের প্রস্তাব দিয়ে বসলেন গেইল। কিন্তু ক্যারিবিয়ার এই বিস্ফোরক ব্যাটসম্যানের বিগ ব্যাশ খেলার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী মৌসুমেও জ্যামাইকান তাণ্ডব খেলতে পারবেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। ক্রিকেট অস্ট্রেলিয়া আসলে দলগুলোর খেলোয়াড় বাছাই করার স্বাধীনতায় হাত দিতে নারাজ। সিএর প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ড বলেছেন, "দুর্নীতিসংক্রান্ত কোনো শক্ত কারণ না থাকলে আমাদের পক্ষে এমন বিচার করা কঠিন।" এই জানুয়ারিতে বিগ ব্যাশে প্রচণ্ড বিতর্কে পড়েন গেইল। মেলবোর্ন রেনিগেডসে খেলেছেন এই ব্যাটসম্যান। এক ম্যাচে আউট হয়ে ফিরেছেন ডাগ আউটে। তখন বাউন্ডারি লাইনে তার সাক্ষাৎকার নিতে আসেন টিভি ক্রীড়া সাংবাদিক মেল ম্যাকলাফলিন। সাক্ষাৎকারের মাঝেই গেইল তাকে ম্যাচের পর ড্রিঙ্কের প্রস্তাব দেন। বিব্রত হয়ে পড়েন সাংবাদিক। তাকে তখন গেইল বলেন, "ডোন্ট ব্লাশ বেবি।" এই ঘটনা বিতর্ক ছড়ায়। গেইলের কাছে এটা ছিল নির্দোষ রসিকতা। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এর জন্য ১০ হাজার ডলার জরিমানা করে গেইলকে। শুধু তাই না। ক্ষমাও চাইতে হয় খেলোয়াড়কে। তখন অস্ট্রেলিয়ার কেউ কেউ পরের মৌসুম থেকে গেইলকে বিগ ব্যাশে খেলতে না দেওয়ার দাবি তুলেছিলেন।
×