ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভীড়

প্রকাশিত: ১৮:৩১, ২৩ এপ্রিল ২০১৬

খাগড়াছড়ির ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভীড়

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও এর আগে থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে উপস্থিতির দিক থেকে এগিয়ে রয়েছেন নারী ভোটাররা। এবার খাগড়ছড়ি’র ৩২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ১শ ৩২ জন, সাধারণ সদস্য পদে ৯শ ২৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২শ ৮৪ জন্য প্রার্থী। নির্বাচনে ২লাখ ৯০হাজার ৮শ ২৭জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ৬ হাজার ৮শ ৩৬জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছে।জেলার মাটিরাঙ্গায় ৭টি, পানছড়িতে ৫টি, সদরে ৫টি, মহালছড়িতে ৫টি, মানিকছড়িতে ৩ টি, লক্ষ্মীছড়িতে ৩টি, রামগড়ে ২টি এবং দীঘিনালায় ৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এদিকে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ সময়ে সীমানা বিরোধ নিয়ে এক চেয়ারম্যানের দায়ের করা রিটের প্রেক্ষিতে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
×