ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সেনাবাহিনীর ৬ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ১৮:৫০, ২২ এপ্রিল ২০১৬

পাকিস্তান সেনাবাহিনীর ৬ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক॥ পাকিস্তান সেনাবাহিনীর ছয় জ্যেষ্ঠ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে ডন জানায়, বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে এখন পর্যন্ত বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। অজ্ঞাত এক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে ১২ সেনা কর্মকর্তা বরখাস্ত হওয়ার খবর প্রচার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত একজন লেফটেন্যান্ট জেনারেল, একজন মেজর জেনারেল এবং তিন ব্রিগেডিয়ারের চাকরিচ্যুত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এর আগে চলতি সপ্তাহে সেনাপ্রধান রাহিল শরিফ জানিয়েছিলেন, পাকিস্তান থেকে দুর্নীতি নির্মূল না করা পর্যন্ত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া যাবে না। তার এমন বক্তব্যের কয়েকদিনের মাথায় সেনা কর্মকর্তাদের বরখাস্তের খবর প্রকাশ হলো। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মোট ১২ সেনা কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। যাদের মধ্যে আটজনই বেলুচিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরে কর্মরত ছিলেন। ফ্রন্টিয়ার কোরে থাকাকালীন সময়েই তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
×