ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জানতে চায় হাইকোর্ট

উদয়নের ঐ শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে

প্রকাশিত: ০৮:৪৭, ২১ এপ্রিল ২০১৬

উদয়নের ঐ শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেছে হাইকোর্ট। অন্যদিকে যশোরের বাঘারপাড়া উপজেলার দরিলাকুড়ে মাদ্রাসায় কাঠের গুঁড়ির সঙ্গে পায়ে তালা দিয়ে আটকে রাখা সেই ছাত্রের চিকিৎসার ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ সেলিমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশগুলো প্রদান করেছেন। উদয়ন উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেছে হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার ত্রিশ দিনের মধ্যে উদয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষকে এই প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি মারধরের শিকার অষ্টম শ্রেণীর ছাত্র জামিউল ইসলাম নাদিম যাতে কোন ধরনের বাধা ছাড়াই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে তার ব্যবস্থা নিতে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে আদালত। সংবাদমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ সেলিমের অবকাশকালীন হাইেেকার্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল ও আদেশ দেয়।
×