ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বড় সাইজ জোড়া ২০ হাজার আধা কেজি ইলিশের দাম আড়াই থেকে তিন হাজার টাকা

প্রকাশিত: ০৯:৩৩, ৯ এপ্রিল ২০১৬

বড় সাইজ জোড়া ২০ হাজার আধা কেজি ইলিশের দাম আড়াই থেকে তিন হাজার টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাগর ও নদীর অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকলেও বাজারে আসছে ইলিশ। ছোট, মাঝারি এমনকি দু’কেজি ওজনের ঢাউস সাইজের ইলিশেরও সরবরাহ বেড়েছে। মজুদ করা এসব মাছ আসছে পহেলা বৈশাখ সামনে রেখে। তবে দাম এত চড়া যে, ইলিশ নিয়ে আর কাড়াকাড়িতে নেই স্বল্প ও মধ্যবিত্তের মানুষ। তাদের সান্ত¡না, পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ঐতিহ্য নয়। নিছক বাণিজ্যের উদ্দেশ্যে এটি ব্যবসায়ীদের বানানো একটি সংস্কৃতি। রাজধানীর মুগদা বড় বাজারে ইলিশ মাছের খোঁজ করছিলেন মা-ার বাসিন্দা আবদুল হাই সরকার। কথা প্রসঙ্গে বাল্যবেলার স্মৃতি স্মরণ করে তিনি জনকণ্ঠকে বলেন, ‘ব্যবসায়ীদের বানানো সংস্কৃতিতে আমরা ঢুকে পড়েছি। ছোটবেলায় কখনও নববর্ষে পান্তা-ইলিশ খায়নি। বাড়িতে মা-চাচিরা কিছু ভাল খাবার-দাবার ও মিষ্টান্ন তৈরি করতেন। আর থাকত পিঠা-পায়েস মুড়ি-মুড়কি। আর এখন ইলিশ ছাড়া পহেলা বৈশাখ হয় না। আক্ষেপ করে তিনি বলেন, আমার ছেলেমেয়েরাও এই সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছে। অথচ এটি গ্রাম-বাংলার লোকজ-সংস্কৃতির অংশ নয়। যাই হোক, তারপরও ইলিশ কিনব ভাবছি।’ আবদুল হাইয়ের মতো শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে অধিকাংশ ক্রেতার আগ্রহ ছিল ইলিশ মাছ নিয়েই। কারণ, আগামী সপ্তাহে পহেলা বৈশাখ। এ কারণে মাছ বিক্রেতাদেরও হাঁকডাকের যেন কমতি নেই। ঢাউস সাইজের প্রতিজোড়া ইলিশ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া আধা কেজি সাইজের ইলিশের জোড়া বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত। জাটকা সাইজের ইলিশও হাজার টাকার নিচে মিলছে না।
×