ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষতা উন্নয়নে বিশেষ বরাদ্দ দেয়া হবে আগামী বাজেটে

প্রকাশিত: ০৮:২১, ৩ এপ্রিল ২০১৬

দক্ষতা উন্নয়নে বিশেষ বরাদ্দ দেয়া হবে আগামী বাজেটে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী অর্থবছরের বাজেটে দক্ষতা উন্নয়নে বিশেষ বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেন, দক্ষতার উন্নয়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে। শনিবার রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, আমাদের এখানে পরিসংখ্যানের দিক থেকে কর্মসংস্থান ভাল দেখাচ্ছে। কিন্তু কর্মসংস্থানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ মানব সম্পদ। এই সম্পদ বাড়াতে আগামী বাজেটে বিশেষ উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সত্যিকার উন্নয়নের জন্য শিল্পায়ন হতে হবে। মুহিত বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া দেশ এগুবে না। আমাদের এখানে পর্যাপ্ত শিক্ষক ও পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই। তবে শিক্ষা খাতের বাজেট বরাদ্দের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামসী তাবরেজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে।
×