ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পতাকা উড়লো অন্টারিও সংসদ ভবনে

প্রকাশিত: ১৯:৩৮, ২৪ মার্চ ২০১৬

বাংলাদেশের পতাকা উড়লো অন্টারিও সংসদ ভবনে

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসের আগে ২৩ মার্চ দুপুর ১২টায় টরন্টোর অন্টারিও সংসদ ভবন উড়লো বাংলাদেশের পতাকা। যা অন্টারিও সংসদে সৃষ্টি হলো এক বিরল ইতিহাস। বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন অন্টারিও পার্লামেন্টের স্পিকার ডেভ লিভাক, এমপিপি আরথোর পট্টস, এমপিপি সিলভিয়া জনসসহ বেশ কয়জন এমপিপি এবং প্রবাসের গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় প্রবাসী বাঙালিদের মধ্যে চোখে আনন্দ আর আবগের অশ্রু ঝরছিল। কানাডার বৃহত্তম প্রদেশের একটি পার্লাম্যান্টে এই গৌরবোজ্জল এবং স্মরণযোগ্য কাজটির পেছনে ঐতিসাসিক অবদান রয়েছে বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস (বিসিসএস) এবং তার পরিচালক ড. মাহবুব রেজার।
×