ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপির কাউন্সিল প্রস্তুতি চূড়ান্ত

প্রকাশিত: ০৮:১৮, ১৮ মার্চ ২০১৬

বিএনপির কাউন্সিল প্রস্তুতি চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত করা হয়। বৈঠকে দলের গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে বেশ ক’টি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবগুলো শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিতব্য কাউন্সিলের কর্ম অধিবেশনে উপস্থাপন করা হবে। রাত সাড়ে নয়টায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক চলে। তবে বৈঠকের মধ্যভাগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে জাতীয় কাউন্সিলের সার্বিক প্রস্তুতি ও গঠনতন্ত্র সংশোধনের বিষয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল বলেন, বর্তমান স্থায়ী কমিটির সঙ্গে এটিই দলের চেয়ারপার্সনের শেষ বৈঠক। আজকের বৈঠকে কাউন্সিলের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে পরামর্শ নেয়া হয়েছে। টানা ৬ বছর এক সঙ্গে কাজ করায় স্থায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন, জানান ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশারফ হোসেন, র‌্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরশাদ ও বদরুদ্দোজাকে আমন্ত্রণ ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে কাউন্সিল অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। বুধবার রাতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বুধবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির আ স ম আবদুর রবসহ অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে।
×