ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশে তেল পাঠাচ্ছে ভারত

প্রকাশিত: ০৭:৫৮, ১৮ মার্চ ২০১৬

শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশে তেল পাঠাচ্ছে ভারত

কূটনৈতিক রিপোর্টার ॥ শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে ২২০০ মেট্রিক টন তেল দিচ্ছে ভারত। এই তেল নিয়ে আগামী কাল শনিবার ভারতের একটি ট্রেন বাংলাদেশে আসছে। বৃহস্পতিবার ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসসম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের উদ্দেশে তেলবহনকারী একটি ট্রেন উদ্বোধন করেছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুভেচ্ছা মূল্যে ভারত বাংলাদেশকে এই তেল দিচ্ছে। তেলবাহী ট্রেনটি শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর আসবে। বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা শনিবার পার্বতীপুরে চালানটি গ্রহণ করবেন।
×