ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাটল ট্রেনে কাটা পড়ল চবি শিক্ষার্থীর দুই পা

প্রকাশিত: ০৪:২৯, ১৩ মার্চ ২০১৬

শাটল ট্রেনে কাটা পড়ল চবি শিক্ষার্থীর দুই পা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ছোট একটি দুর্ঘটনায় জীবনের সব স্বপ্ন চুরমার হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১০-১১ সেশনের শিক্ষার্থী আমিনুল ইসলাম অনিকের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন দুর্ঘটনায় পা দুটি হারিয়ে তিনি এখন চমেক হাসপাতালে কাতরাচ্ছেন। অসাবধানতার কারণে ঘাতক শাটল ট্রেন তার পা দুটি থেতলে দিয়েছে। অনিকের গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার মায়ানি এলাকায়। জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে শহরে যেতে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে যায় অনিক। শহর ছেড়ে আসা শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছা মাত্র তাতে উঠার চেষ্টা করেন তিনি। লাফ দিয়ে উঠার সময় চলন্ত শাটল তাকে ধাক্কা দেয়। সে শাটল ট্রেনের নিচে পড়ে যায়। এতে শাটল ট্রেন তার দুটি পা থেতলে দেয়। এদিকে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী অনিককে দেখতে চমেক হাসপাতালে যান। সেখানে তিনি অনিকের চিকিৎসার খোঁজ খবর নেন। সর্বক্ষণিক তত্ত্বাবধানে রাখার জন্য তিনি ডাক্তারদের অনুরোধ জানান। গ্লুকোমা নিয়ন্ত্রণে সচেতনতার তাগিদ স্টাফ রিপোর্টার ॥ নীরব অন্ধত্বের কারণ গ্লুকোমা। এই রোগে ধীরে ধীরে দৃষ্টি শক্তি কমে যায়। মানুষের সচেতনতা গ্লুকোমা নিয়ন্ত্রণে রাখতে পারে। আক্রান্ত ব্যক্তির রোগ দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করা গেলে রোগী মোটামুটি স্বাভাবিক জীবন নিয়ে চলতে পারেন। এই রোগ বিষয়ে সচেতনতা তৈরির জন্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব গ্লুকোমা সপ্তাহের শেষ দিনে শনিবার বাংলাদেশ গ্লকোমা সোসাইটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সকালে সোসাইটির কার্যালয় ধানম-ির হারুন আই ফাউন্ডেশনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের সপ্তাহের প্রতিপাদ্য ‘গ্লুকোমা অন্ধত্ব থেকে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক মোঃ আরিফ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।
×