ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইসি ক্ষমতাসীন দলের ইচ্ছা পূরণে কাজ করছে ॥ বিএনপি

প্রকাশিত: ০৫:৪১, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

ইসি ক্ষমতাসীন দলের ইচ্ছা পূরণে কাজ করছে ॥ বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের ইচ্ছা পূরণে কাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রবিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ সংবলিত প্রতিবেদন সচিব সিরাজুল ইসলামের কাছে জমা দিয়ে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রিজভী বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও প্রশাসন মিলিতভাবে ক্ষমতাসীন দলকে জেতানোর জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ১১৪ ইউপিতে বিএনপির প্রার্থী নেই। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও এর কোন কতর্ৃৃত্ব নেই। রিজভী বলেন, নির্বাচন কমিশনের একটি স্বাধীন সত্তা আছে, আলাদা একটি সাংবিধানিক কর্তৃত্বও আছে। সে কর্তৃত্ব তারা না মেনে, নিজেদের বিলীন করে দিয়েছে। নির্বাচন কমিশন এখন নির্বাহী বিভাগের ইচ্ছা পালনের জন্য কাজ করছে। এই নির্বাচন কমিশনের কোন মেরুদ- নেই। সরকারের বেআইনী ইচ্ছা ও একচেটিয়া সবকিছু দখল করে নেয়ার ইচ্ছায় সিলমোহর দেয়ার জন্য কাজ করছে তারা। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে যা কিছু ঘটছে তার একটি সংক্ষিপ্ত চিত্র চিঠি আকারে ইসিতে জমা দিয়ে গেলাম। এ নিয়ে ইসির কোন কার্যক্রম না থাকলেও দলিল রাখার জন্য এ অভিযোগ করা হয়েছে। চিঠিতে অনিয়ম, বিধিলঙ্ঘন, নির্বাচনী কর্মকর্তাদের বেআইনী কার্যকলাপ ও সংঘাত-সংঘর্ষের ঘটনা তুলে ধরেছে বিএনপি। তিনি বলেন, ২২ মার্চ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এ ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না বলে বিএনপি বার বার আশঙ্কা প্রকাশ করছে। রিজভী অভিযোগ করেন, বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলে তাদের মনোনয়নপত্র প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হচ্ছে না। প্রার্থী ও সমর্থকদের বাড়িতে-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হচ্ছে। এমনকি বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেয়ার কারণে নির্বাচনী কার্যালয়েও হামলা করেছে শাসক দলের লোকেরা। নির্বাচন কমিশনে রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। সরকারের উদ্দেশ্য খালেদাকে জেলে পাঠানো -দুদু ॥ খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সাজানো রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কিভাবে খালেদা জিয়াকে ছোট করা যায় সে চেষ্টার পাশাপাশি সরকারের উদ্দেশ্য তাঁকে জেলে পাঠানো। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘মাসিক উমি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশে এখন গণতন্ত্রের নামে গু-াতন্ত্র ও স্বৈরতন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। আয়োজক সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চাষী নজরুল ইসলামের সহধর্মিণী জ্যোৎস্না কাজী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ। বিএনপির ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ॥ বিএনপির দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার চান্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আনোয়ার এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ্যানির মুক্তি দাবিতে আজ সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ ॥ কারাবন্দী বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবিতে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচী ঘোষণা করে ছাত্রদল।
×