ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাবারের খোঁজে ভাঙায়

প্রকাশিত: ০৪:০৯, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

খাবারের খোঁজে ভাঙায়

খিদে পেলে মানুষ কিনা করে আর মাছ তারও তো খিদে পায়। মাছ যখন জলে থাকে তখন তাঁদের রূপ একরকম। আর যদি তারা ডাঙায় উঠে আসে তখন? মানুষ বরাবরই মাছকে নিজেদের খাবার হিসেবেই ভেবে এসেছে। কিন্তু এবার এক সিলমাছ ক্ষুধার তাড়নায় খাবারের খোঁজে উঠে এলো ডাঙায়! ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের উইকলো শহরে। অনেকদিন ক্ষুধার্ত থাকা সিলমাছটি পানি থেকে রাস্তায় উঠে আসে। -জি নিউজ
×