ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ধর্ষক বিএনপি নেতা মনোনয়ন কিনল আওয়ামী লীগ থেকে

প্রকাশিত: ০৬:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে ধর্ষক বিএনপি  নেতা মনোনয়ন কিনল আওয়ামী লীগ থেকে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নড়াইলের সদরের তুলারামপুরে গ্রামের টিপু সুলতানকে সবাই চেনে বিএনপি নেতা হিসেবে। নড়াইল সদর উপজেলা বিএনপির তিনি ৩৫ নম্বর সদস্য। ৬টি ধর্ষণ মামলা রয়েছে তার নামে। এবার তিনি তিনি তুলারামপুর ইউপি থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ থেকে। এ ঘটনায় হতবাক হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নড়াইল সদর উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয় ২০০৯ সালের ২৯ নবেম্বর। সেই কমিটির সদস্য টিপু সুলতান। বর্তমান সেই কমিটি বহাল রয়েছে। বিএনপি তাকে বহিষ্কার করেনি। কিংবা টিপু সুলতান পদত্যাগ করেনি। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে টিপু সুলতান বিএনপিতে যোগদান করে। এরপর এলাকায় ত্রাস শুরু করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সে পালিয়ে যায় এলাকা ছেড়ে। ২০০১ সালে নির্বাচনের পর আবার প্রকাশ্যে আসে টিপু সুলতান। তার বিরুদ্ধে নড়াইল থানায় রয়েছে ৬টি শুধু ধর্ষণ মামলা। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি এবং অপহরণের মামলা রয়েছে নড়াইল সদর থানায়। এমন এক ব্যক্তি হঠাৎ দল বদল করে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবে, তা আওয়ামী লীগের কোন নেতাকর্মী মেনে নিতে পারছে না। কিন্তু নড়াইল জেলা আওয়ামী লীগের এক নেতা তাকে প্রশ্রয় দিচ্ছেন এবং আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী করার জন্য উঠেপড়ে লেগেছে। জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি টিপু সুলতান আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন এবং ২০ ফেব্রুয়ারি তা আওয়ামী লীগ অফিসে জমা দিয়েছেন। তার বিরুদ্ধে তুলারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
×