ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাহমুদুর রহমানের রিমান্ড নামঞ্জুর

প্রকাশিত: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০১৬

মাহমুদুর রহমানের রিমান্ড নামঞ্জুর

অনলাইন রিপোর্টার॥ শাহবাগ থানার নাশকতার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে এ মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন সোমবার শুনানি শেষে এ আদেশ দেন। মাহমুুদুর রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মাহমুদুর রহমানকে মামলায় গ্রেফতার দেখিয়ে ঘটনার মূল রহস্য উৎঘাটন ও ঘটনার ইন্দনদাতাদের গ্রেফতারের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ। আদালত রিমান্ড শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ জানুয়ারি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের বিপরীতে কাগী মোকাররম হোসেন ভবনের গেইটের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ ৪৪ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ৫০/৬০ জনকে রড, রামদা, ক্রীস, ডেগার, আগ্নোয়াস্ত্রসহ সশস্ত্র সেখানে অবস্থান করে। তারা মামলার বাদী কামাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ করে। যার মধ্যে একটি ককটেল বাদীর শরীরে পড়লে প্রচুর রক্তপাত হয়। এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
×