ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আহত ১০

সড়ক দুর্ঘটনায় পর্যটক, শিশু ও ছাত্র নিহত

প্রকাশিত: ০৪:৩৮, ২১ ফেব্রুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় পর্যটক, শিশু ও ছাত্র নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটিতে পর্যটক নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া বরিশালের শিশু ও পটিয়ায় স্কুলছাত্র নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাঙ্গামাটি ॥ পার্বত্য জেলার নতুন পর্যটন কেন্দ্র সাজেক থেকে পর্যটক নিয়ে একটি জিপ গাড়ি খাগড়াছড়ি ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় চম্পাতলী এলাকায় দুর্ঘটনায় পতিত হয়ে আপ্রু মারমা নামেএক গাড়িচালক নিহত ও ১০ পর্যটক আহত হয়েছে। জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ড্রেনের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ি চাপা পড়ে চালক নিহত হয়। বরিশাল ॥ নগরীর ধান গবেষণা সড়কে শনিবার সকালে অজ্ঞাতনামা যানের ধাক্কায় আহত আবু সালেহ (১২) মারা গেছেন। সে নগরীর ধান গবেষণা রোড সংলগ্ন এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টায় দিকে বাড়ির সামনের সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা যানের ধাক্কায় শিশু আবু সালেহ আহত হয়। তাকে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পটিয়া ॥ রাস্তা পারাপারের সময় চট্টগ্রামের পটিয়ায় মাইক্রো চাপায় জাহেদুল ইসলাম ইমন (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ইমন উপজেলার ধলঘাট ইউনিয়নের নন্দরখীল গ্রামের দিদারুল আলমের পুত্র। সে মুন্সেফ বাজার হলি চাইল্ড স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। শনিবার সকাল ১০টায় পটিয়া মুন্সেফ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমনের পিতা বাঁশখালী ভূমি অফিসের সহকারী ভূমি অফিসার ও মা পটিয়া ছনহরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে আদিবাসীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদিবাসী শিশুদের স্ব-স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গণকপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতি ভূষণ মাহাতোর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি যাকব এক্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক অজিত মুন্ডা। এ সময় অন্যদের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস ও হুরেন মুর্মু।
×