ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা নিয়ে বাণিজ্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০৮:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষা নিয়ে বাণিজ্য করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় এখনও আইন মানছে না অভিযোগ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসব বিশ্ববিদ্যালয় কেবল মুনাফার লোভে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব মুনাফাখোর বিশ্ববিদ্যালয়ের জন্য কোন সুখবর নেই। যারা শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে, একাধিক ক্যাম্পাস পরিচালনা করছে, তাদেরও সময় বেঁধে দেয়া হয়েছে। আইন না মানলে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় বেসরকারী গ্রীন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম সম্পর্কে অভিযোগ তুলেছেন। এ ছাড়া অনুষ্ঠানে গ্রীন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও উপাচার্য ড. মোহাম্মদ সামদানী ফকির বক্তব্য রাখেন। অবস্থান ধর্মঘটে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ॥ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে নয় দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নবম দিনের মতো এ অবস্থান ধর্মঘট পালন করেছেন তারা। জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান।
×