ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেলেনা জাহাঙ্গীরের তিন বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৪:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

হেলেনা জাহাঙ্গীরের তিন বইয়ের মোড়ক উন্মোচন

সংস্কৃতি ডেস্ক ॥ অতি সম্প্রতি বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণের নজরুল মঞ্চে বিশিষ্ট সমাজসেবী ও সফল নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীরের ‘সত্তা’, ‘ফেইজবুকের পাতা থেকে’ ও ‘সময়ের দর্পণ’ নামে ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে লেখিকা হেলেনা জাহাঙ্গীর ছাড়াও উপস্থিত ছিলেন, শিশু সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব আলী ইমাম, অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী, তিন গোয়েন্দার লেখক রকিব হাসান, কথা সাহিত্যক বুলবুল চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকমল বড়ুয়া, সঙ্গীত পরিচালক জিয়াউল হাসান, কবি শামীম রুমী টিটন, চিত্রনায়ক হৃদয় চৌধুরী প্রমুখ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হেলেনা জাহাঙ্গীর বলেন, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুনকে সামনে রেখে এবারের অমর একুশে বই মেলায় ‘সত্তা’, ‘ফেসবুকের পাতা থেকে’ ও ‘সময়ের দর্পণ’ নামে আমার তিনটি বই প্রকাশ হয়েছে। ‘ফেসবুকের পাতা থেকে’ বইটি উৎসর্গ করেছি ফেসবুকের বন্ধুদের, ‘সময়ের দর্পণ’ দেশকে এব‘সত্তা’ বইটি আমার প্রিয় মানুষকে উৎসর্গ করেছি যার অনুপ্রেরণায় আজ আমি এখানে। শত ব্যস্ততার মাঝেও ভাষার টানে- ভাষার মাসে সব শ্রেণীর পাঠকদের জন্য ভিন্ন আঙ্গিকে সময়ের প্রেক্ষাপটে বই তিনটি লেখার চেষ্টা করেছি, চেষ্টা করেছি জীবন আর জয়কে নিয়ে লেখার, তুলে ধরেছি ১৭ কোটি মানুষের ৩৪ কোটি চোখের স্বপ্নকে। তাই বন্ধুমহল ও পাঠকদের অন্তত একটু আনন্দ দেয়ার জন্য এটা আমার স্বল্প প্রচেষ্টা মাত্র। আশা করি আমার লেখা বইগুলো আপনাদের ভাল লাগবে। রেহমান সিদ্দিকীর ‘রঙিন ট্রেন’ সংস্কৃতি ডেস্ক ॥ চলতি বছর বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে প্রকাশ হয় আশির দশকের কবি রেহমান সিদ্দিকীর কাব্যগ্রন্থ ‘রঙিন ট্রেন’। চৌদ্দ পৃষ্ঠার এ কাব্যগ্রন্থে মোট ৩২টি কবিতা রয়েছে। ‘রঙিন ট্রেন’ কাব্যগ্রন্থে ফুটে উঠেছে স্বাধীনতা, ভাষা সংগ্রাম, আবহমান বাংলার জীবনধারা, বাঙালীর উৎসব, ঋতু বৈচিত্র্যতাসহ ভৌতিকতা। এসব কবিতা পড়ে পাঠক, বিশেষ করে শিশুরা আনন্দ পাবে। জানতে পারবে দেশের স্বাধীনতা, ভাষা সংগ্রাম, বাংলার জীবনধারা, বাঙালীর উৎসব প্রভৃতি বিষয়। কবির অন্য কাব্যগ্রন্থ ‘দীর্ঘ এক পথ’ (২০০৬), ‘লোরকার হাতে উঠে আসা নুড়ি’ (২০০৮) প্রভৃতি। কবি রেহমান সিদ্দিকী ১৯৬৩ সালের ১৪ আগস্ট শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন।
×