ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিচারপতিদের নিয়ম-নীতি মেনে চলার আহ্বান প্রধান বিচারপতির

প্রকাশিত: ১৯:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বিচারপতিদের নিয়ম-নীতি মেনে চলার আহ্বান প্রধান বিচারপতির

অনলাইন রিপোর্টার ॥ সরকারি সুযোগ-সুবিধা নেওয়া অবস্থায় অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের আদালতের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের শুনানির সময় এসব কথা বলেন প্রধান বিচারপতি। শুনানিতে মীর কাসেম আলীর পক্ষে কিছু সময় পেপারবুক পড়েন হাইকোর্টের সদ্য বিদায়ী বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। এ প্রেক্ষিতেই এই মন্তব্য করেন প্রদান বিচারপতি। নজরুল ইসলাম চৌধুরী বর্তমানে অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) রয়েছেন। বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে মীর কাসেম আলীর আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়। তখন তার পক্ষে পেপারবুক পড়েন নজরুল ইসলাম চৌধুরী।হাইকোর্টের এ বিচারপতি এখনো সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। থাকছেন সরকারি বাড়িতেই। এ অবস্থায় প্রধান বিচারপতি বলেন, ‘সরকারি সুযোগ-সুবিধা নেওয়া অবস্থায় অবসরপ্রাপ্ত ও বর্তমান বিচারপতিদের আদালতের প্রথা ও নিয়মকানুন মেনে চলা উচিত।’ অবসর গ্রহণের পর অনেক বিচারপতিই আছেন যারা হাইকোর্টে বিভাগে প্র্যাকটিস করছেন। তবে অবসর গ্রহণের কতদিন পর একজন বিচারপতি আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই।
×