ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই রাজাকারের ফাঁসির রায়ে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

দুই রাজাকারের ফাঁসির রায়ে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ ফেব্রুয়ারি ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নেত্রকোনার দুই রাজাকার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের ফাঁসির রায়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। এছাড়াও সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীসহ শহীদ ও নির্যাতিত পরিবারের স্বজনরাও। রায় ঘোষণার আগে মঙ্গলবার সকাল থেকেই স্থানীয় মুক্তিযোদ্ধা এবং একাত্তরের শহীদ ও নির্যাতিত পরিবারের স্বজনরা জেলা শহরের মোক্তারপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জড়ো হন। রায়ের খবর আসার সঙ্গে সঙ্গে ‘জয়বাংলা’ শ্লোগান ধরে উল্লাসে ফেটে পড়েন সবাই। এরপর তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল বের করেন। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বেরিয়ে মিছিলটি মোক্তারপাড়া সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সাংবাদিকদের সামনে বিচারকদের রায়ে সন্তোষ প্রকাশ করে প্রতিক্রিয়া জানান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, মামলার বাদী আলী রেজা কাঞ্চন ও অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ অনেকে। তারা মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এদিকে পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নেত্রকোনার দুই রাজাকারের ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
×