ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ যুবাদের রানের পাহাড়

প্রকাশিত: ২০:১৮, ৩১ জানুয়ারি ২০১৬

ওয়েস্ট ইন্ডিজ যুবাদের রানের পাহাড়

অনলাইন ডেস্ক ॥ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে ফিজির বিপক্ষে আগে ব্যাট করে ৩৪০ রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজের যুবারা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সামার স্প্রিংগারের সেঞ্চুরি, জাইদ গোলি ও গিদরন পোপের অর্ধশতকে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে এ স্কোর দাঁড় করায় তারা। ওপেনিং জুটির ১২০ রান বড় সংগ্রহের ভিত্তি এনে দেয় ওয়েস্ট ইন্ডিজ যুবাদের ইনিংসে। ওপেনার গিদরন পোপ করেন ৭৬ রান। এর পর সেঞ্চুরি পূর্ন করেন স্প্রিংগার। ১০৬ রান করে তিকোসুভার বলে বোল্ড হন এ ব্যাটসম্যান। শেষ দিকে ৬৬ রানের ইনিংস খেলেন জাইদ গোলি। ক্যারবীয় ব্যাটসম্যানদের দলীয় প্রচেষ্টায় বড় সংগ্রহ পায় তারা। ক্যাকাচাকা তিকোসুভা একাই নেন ৬টি উইকেট। ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে একে একে ৬টি উইকেট তোলেন এই ডানহাতি পেসার।
×