ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পিইসির পুনর্নিরীক্ষার ৫ হাজার খাতা উধাও

প্রকাশিত: ০৮:২৯, ৩১ জানুয়ারি ২০১৬

বগুড়ায় পিইসির পুনর্নিরীক্ষার ৫ হাজার খাতা উধাও

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসি) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদনের পর খাতা খুঁজতে গিয়ে দেখা গেল প্রায় ৫ হাজার খাতা উধাও হয়ে গেছে। এই ঘটনা বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে। এই অবস্থায় পুনর্নিরীক্ষার আবেদনকারীরা সঠিক ফল আদৌ জানতে পাবে কি না এ নিয়ে সংশয় রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, গেল ৩১ ডিসেম্বর পিএসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। যাদের ফল বিশ্বাসযোগ্য হয়নি তারা দু’শ’ টাকা পেঅর্ডারে জমা দিয়ে পুনর্নিরীক্ষার আবেদন করে। ১২ উপজেলা থেকে প্রায় এক হাজার আবেদন জমা পড়ে। প্রত্যেক উপজেলা থেকে আবেদনকারীদের খাতা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দেয়া হয়। শিবগঞ্জ উপজেলার যে ১৭ জন পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছিল তাদের কোন খাতা জমা না পড়ায় খোঁজখবর শুরু হয়। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়, প্রায় সাড়ে পাঁচ হাজার খাতা উধাও হয়ে গিয়েছে। খাতাগুলো ঢাকায় জমা দেয়ার শেষ সময় ছিল ২১ জানুয়ারি। এই খাতাগুলোর কোন হদিস পাওয়া যায়নি। বিষয়টি ধামাচাপা দিতে একটি পক্ষ মাঠে নেমেছে। এরই মধ্যে গোপনে গেল ২৪ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহাকে প্রধান করে তিন সদস্যের যে কমিটি হয়েছে তার বাকি দুই সদস্য হলেন শেরপুর ও কাহালুর উপজেলা শিক্ষা কর্মকর্তা যথাক্রমে আব্দুল কাইয়ুম ও সারোয়ার হোসেন। এই বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, কিভাবে খাতাগুলো উধাও হলো এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাতাগুলো একটি স্কুলে ছিল। কি ভাবে তা উধাও হয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হলেই তা জানা যাবে।
×