ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা

৬৩ পর্যটক ট্রলারসহ চরে আটকা

প্রকাশিত: ০৫:২৫, ৩১ জানুয়ারি ২০১৬

৬৩ পর্যটক ট্রলারসহ চরে আটকা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ জানুয়ারি ॥ ঘন কুয়াশায় সাগর মোহনায় ট্রলারসহ ৬৩ পর্যটক প্রায় দুই ঘণ্টা সাগরবক্ষে দিক হারিয়ে লেম্ফুর চরে আটকে গিয়ে রক্ষা পায়। শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনার শিকার হন ওই পর্যটকদল। প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে সবাই কুয়াকাটায় ফিরতে সক্ষম হয়েছে। তবে ১৫-১৬ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। ফাতরার বনাঞ্চল থেকে ফেরার পথে এ দুর্ঘটনায় পতিত হন পর্যটক দল। পর্যটক দলের সদস্য ডাঃ আমিনুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা রেজাউল হক, ব্যবসায়ী আরিফুর রহমান মিরাজ জানান, তারা দিকভ্রান্ত হয়ে চরম বিপদে পড়েছিলেন। ঘন কুয়াশার কারণে নদীতে এক ফুটসামনেও দেখা যাচ্ছিল না। নৌযানটি চরে আটকা না পড়লে বড় ধরনের বিপদের কবলে পড়তেন। ট্রলার চালক শাহজালাল জানায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ট্রলার চালিয়েছেন। এমন ঘন কুয়াশা আগে আর কখনও তিনি দেখেননি।
×