ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেলবোর্নে দ্বিতীয় টি২০আজ, ভারতের দৃষ্টি জয়

সিরিজ বাঁচানোর লড়াই অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৫:৩৪, ২৯ জানুয়ারি ২০১৬

সিরিজ বাঁচানোর লড়াই অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ এবার অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই ভারতীয় দল বেশ ভাল ক্রিকেট খেলেছে। ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচেই স্বাগতিকদের সঙ্গে সমান তালে লড়ে জয়ের আশা জাগিয়েও হেরে গেছে। অবশেষে কাক্সিক্ষত জয়ের ঠিকানা পেয়েছে সফরকারীরা শেষ ম্যাচে। আর একটি জয়ে উজ্জীবিত ভারতীয় দল টি২০ সিরিজের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে। তিন ম্যাচ টি২০ সিরিজের আজ দ্বিতীয় টি২০ মেলবোর্নে। সিরিজ বাঁচাতে হলে আজ জিততেই হবে অস্ট্রেলিয়াকে। আর দারুণ অনুপ্রাণিত মহেন্দ্র সিং ধোনির দল চায় আগেভাগেই সিরিজ জিততে। বাংলাদেশ সময় ২টা ৩৮ মিনিটে ম্যাচটি শুরু হবে। গত বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে জ্বলে ওঠে ভারতীয় দল। দারুণ ব্যাটিং ওয়ানডে সিরিজেও করেছিল সফরকারীরা। কিন্তু অল্পের জন্য অসিদের হারাতে ব্যর্থ হয়েছে। তবে শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় ৬ উইকেটে। সেটার ছাপ দেখা গেছে টি২০ সিরিজের প্রথমেই। সেদিন ছিল প্রজাতন্ত্র দিবস, আর শেষ ওয়ানডে জিতে আত্মবিশ্বাসী হয়ে ওঠা ভারতীয়রা দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে। অবশেষে ম্যাচটি ৩৭ রানে জিতে যায় ধোনির দল। দারুণ ব্যাটিং করেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। বোলাররাও অসিদের আটকে রাখতে পেরেছেন। বিশেষ করে তরুণ উদীয়মান তারকা জসপ্রিত বুমরাহ দারুণ বোলিং করে নজর কেড়েছেন। এ্যাডেলেইড ওভালের টি২০ দিয়ে ভারতীয় দলে আবার ফিরেছেন অলরাউন্ডার যুবরাজ সিং। তবে কোহলিদের দারুণ নৈপুণ্যের কারণে তাকে আর ব্যাট হাতে নামতে হয়নি। তবে বল হাতে ১ ওভার বোলিং করেছেন যুবরাজ। দিয়েছেন ১০ রান। তাই দীর্ঘদিন পর দলে ফেরাটা তেমন স্বস্তিদায়ক হয়নি এ অলরাউন্ডারের। আজ আরেকটি সুযোগ তার নিজেকে প্রমাণের। আসন্ন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের দলে ঠাঁই করে নিতে দারুণ কিছু করে নিজের সামর্থ্যটা এখনও ফুরিয়ে যায়নি তা প্রমাণ করতে হবে যুবরাজকে। টপঅর্ডাররা দারুণ ব্যাটিং যেমন করেছেন, ফিল্ডিংয়ে নামার পরও তৎপরতার ক্ষেত্রে অসিদের চেয়ে ভাল অবস্থানে ছিল ভারতীয় দল। অসিরা অবশ্য দ্বিতীয় টি২০ ম্যাচে আরেকটু দুর্বল হয়ে পড়ছে। ওপেনার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথতে বিশ্রাম দেয়া হয়েছে। দীর্ঘদিন পর ফেরা পেসার শন টেইট তেমন প্রভাব খাটাতে পারেননি। ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন তিনি যা টি২০ ক্যারিয়ারে এ পেসারের সবচেয়ে বাজে নৈপুণ্য। এরপরও টেইটকে দিয়ে আরও পরীক্ষা চালাতে চায় অসিরা। তবে অসিরা মূলত প্রথম ম্যাচে হেরেছে ভারতীয় স্পিনারদের বলে অহেতুক বড় শট খেলতে গিয়ে। সে তুলনায় ভারতীয় ব্যাটসম্যানরা সিঙ্গেলস ও ডাবলস রান নিয়ে নিজেদের ওপর থেকে চাপটা কমিয়েছে। সেদিক থেকেও অসি ব্যাটসম্যানরা পিছিয়ে থেকেছেন। এসব কারণে আবারও উসমান খাজাকে বাইরে রাখা হতে পারে। এ্যাডেলেইডে হারের পর অসি অধিনায়ক এ্যারন ফিঞ্চ দাবি করেন তিনি রান না নেয়ার ক্ষেত্রে ওয়ার্নার ও স্মিথের ওপর বাড়তি চাপ প্রয়োগ করেছেন। অথচ ৩৩ বলে ৪৪ রান করেই সাজঘরে ফেরেন তিনি। মিডল অর্ডারে গতি সঞ্চার করাতে আজ অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আসন্ন নিউজিল্যান্ড সফরের আগে অধিক চাপ থেকে মুক্তি দেয়ার জন্যই ওয়ার্নার ও স্মিথকে বিশ্রাম দেয়া হয়েছে। কারণ দু’জন টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক। আর ট্রাভিস হেড ও ক্রিস লিন আরেকটি সুযোগ পেতে যাচ্ছেন। অভিজ্ঞ শেন ওয়াটসনকে সেক্ষেত্রে আরেকটু ওপরের দিকে ব্যাটিংয়ে নামানো হতে পারে। শন মার্শ শুধু একাদশেই ফিরছেন এমন নয়, বরং তাকে ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে। এছাড়া স্পিন আক্রমণে তরুণ লেগস্পিনার ক্যামেরন বয়েসের জায়গায় ফিরতে পারেন নাথান লিয়ন। অপরদিকে বিজয়ী একাদশে তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই ভারতের। মেলবোর্নেও অপেক্ষা করছে ব্যাটিং স্বর্গ। হালকা বৃষ্টির সম্ভাবনাটাই সম্ভাব্য দারুণ এক ম্যাচে বাগড়া হতে পারে। তাছাড়া এ্যাডেলেইডের মতোই মেলবোর্নেও বোলারদের জন্য অগ্নিপরীক্ষাই দিতে হবে।
×