ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিডিও গেমের সঙ্গীত রচনা

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ জানুয়ারি ২০১৬

ভিডিও গেমের সঙ্গীত রচনা

জাপানের শীর্ষস্থানীয় ভিডিও গেম নির্মাতা সেগার তৈরি ‘সনিক দ্য হেজহগ ৩’-এর জন্য গান লিখেছিলেন পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসন। এদিকে ১৯৯৪ সালে বাজারে আসা গেমটির সঙ্গীত রচনার সঙ্গে জ্যাকসনের সংশ্লিষ্টতার গুজব শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। মাইকেল জ্যাকসনের নিজের গানগুলোর সঙ্গে সনিকের ট্র্যাকগুলোর মিল থাকায় জ্যাকসন ভক্তরা অনেকদিন ধরেই বলে আসছেন গেমটির সঙ্গীত রচনায় অবদান ছিল পপ সম্রাটের। এবার সেই তথ্যের সতত্যা নিশ্চিত করা হয়েছে। ‘সনিক দ্য হেজহগ ৩’-এর সঙ্গীত রচনার জন্য আনুষ্ঠানিকভাবে কৃতিত্ব দেয়া হয়েছিল ৬ জন কম্পোজারকে। তাদের একজন ব্র্যাড বাক্সার ২০০৯ সালেই ফরাসী ম্যাগাজিন ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’কে দেয়া এক সাক্ষাতকারে জ্যাকসনের সঙ্গে কাজ করার কথা স্বীকার করেছিলেন। তবে নিজে কখনও গেমটি খেলেননি বলে জ্যাকসনের সঙ্গে যে গানগুলো নিয়ে কাজ করেছিলেন তার কোনটি সনিকে ব্যবহার করা হয়েছিল কী না তা নিশ্চিত করতে পারেননি তিনি। সনিক ৩-এর সঙ্গে জ্যাকসনের সংশ্লিষ্টতার ব্যাপারে নিশ্চিত করেছেন গেমটির ডেভেলপার দলের প্রধান রজার হেক্টর। হেক্টরের মতে, সনিকের বড় ভক্ত ছিলেন জ্যাকসন। তাই গেমটির নির্মাতাদের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আর তখনই সনিকের সঙ্গীত রচনায় সাহায্য চাওয়া হয় তার। সনিকের ট্র্যাক নিয়ে ৬ জন কম্পোজারের সঙ্গে ৪ সপ্তাহ কাজ করেন জ্যাকসন। প্রায় ৪১টি ট্র্যাক তৈরি করেছিলেন তারা ওই সময়ে মধ্যে। ‘সনিক দ্য হেজহগ ৩’-এর সঙ্গে মাইকেল জ্যাকসনের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছেন গেমটির সাউন্ড ইঞ্জিনিয়ার ম্যাট ফর্জারও। কিন্তু ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি গেমটি মুক্তির আগেই তার বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগ উঠতে থাকায় এর সঙ্গে জ্যাকসনের সংশ্লিষ্টতার ব্যাপারে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান সেগা। -হাফিংটন পোস্ট
×