ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক মঞ্চে সাঈদীর ছেলের সঙ্গে থাকবেন আওয়ামী এমপি!

প্রকাশিত: ০৫:২৯, ২৮ জানুয়ারি ২০১৬

এক মঞ্চে সাঈদীর ছেলের সঙ্গে থাকবেন আওয়ামী এমপি!

জোবাইর চৌধুরী, বাঁশখালী থেকে ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মদিনাতুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসার বার্ষিক সভার নামে আজ বৃহস্পতিবার যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীরপুত্র শামীম বিন সাঈদীকে নিয়ে বসছে জামায়াত-শিবিরের মিলন মেলা। এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থাকবেন বলে মাইকিং ও পোস্টারে প্রচার চালাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সাঈদীপুত্রের আগমনকে ঘিরে থানা পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে বলে দাবি করছেন অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার। তবে একই সভায় একই মঞ্চে সাঈদীপুত্র ও আওয়ামী লীগ এমপির উপস্থিতির বিষয়ে বাঁশখালীর সর্বত্র চলছে আলোচনার ঝড়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মদিনাতুল উলুম মোহাম্মদীয়া মাদ্রাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে মাইকিং, পোস্টার ও দাওয়াতপত্র বিলি করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সভাপতি হিসেবে দেখানো হয়েছে সাবেক উপজেলা জামায়াতের আমির শাহজাদা মাস্টার শফি উল্লাহকে। প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১৬ বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীকে দেখানো হয়েছে। তাছাড়া ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুদ্ধাপরাধের দায়ে দ-প্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র শামীম বিন সাঈদী। অতিথি ও আলোচকবৃন্দের মধ্যে রয়েছেন উপজেলা জামায়াতের আমির জহিরুল ইসলাম, মীম ছিদ্দিক ফারুকী ও মীর মোহাম্মদ আদম। এদিকে রাজাকারপুত্রের আগমনে বাঁশখালী উপজেলার সুশীল সমাজ ও সচেতন মহলের মধ্যে চলছে আলোচনার ঝড়। প্রকাশ্য মাইকিং, পোস্টার ও দাওয়াতপত্র বিতরণ চললেও পুলিশকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছেন থানার ওসি। বাঁশখালীতে যুদ্ধাপরাধী সাঈদীর কিছু অন্ধ সমর্থক রয়েছে। মানবতাবিরোধী অপরাধে তার রায় ঘোষণার পর এই উপজেলার সরকারী ভবন, দোকানপাট ও পুলিশের উপর হামলা চালিয়েছিল জামায়াত-শিবির। তা-ব ও নাশকতার ক্ষত না শুকাতেই আবার সাঈদীপুত্রের আগমন ঘটায় পুরো বাঁশখালী উপজেলায় বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম-১৬ বাঁশখালীর এমপি আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান চৌধুরী এ বিষয়ে জনকণ্ঠকে জানান, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্রের আগমন ও সে অনুষ্ঠানে আমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে কিছুই জানি না। তাছাড়া রাজাকারপুত্রের সাথে একই মঞ্চে অতিথি হিসেবে থাকার প্রশ্নই উঠে না। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সাঈদীপুত্রের আগমনকে কেন্দ্র করে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি যেন না হয় সেজন্য পুলিশী নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদ্রাসার সুপার ও উপজেলা জামায়াতের সহকারী আমির আরিফ উল্লাহ জানান, মাদ্রাসার বার্ষিক সভায় স্থানীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাছাড়া প্রধান আলোচক হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র শামীন বিন সাঈদীসহ অনেক আলোচক।
×