ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিমার দাম ৬ লাখ টাকা!

প্রকাশিত: ০৫:৪১, ২৩ জানুয়ারি ২০১৬

কিমার দাম ৬ লাখ টাকা!

একটা কিমার দাম কত? এই প্রশ্নের উত্তর আসবে কয়েক টাকা। কিন্তু একটা কিমার দাম যদি কয়েক লাখ টাকা বলা হয়, তবে যে কেউ খবরটিকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দেবে। তবে খবরটি মোটেও মিথ্যা নয়। সম্প্রতি স্কটল্যান্ডে একটি কিমা পুরো ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। কিমাটিতে ষাঁড়ের মাংস ও ভেড়ার কলিজা ব্যবহার করা হয়েছে। উপাদান হিসেবে আরও রয়েছে ভেড়ার ফুঁসফুঁস, ওটস, পেঁয়াজ ও অন্যান্য মসলা। প্যাকেট করা হয়েছে ভারতে তৈরি এক ধরনের কাগজ দিয়ে। আর প্যাকেটটির আভিজাত্য ও চাকচিক্য বাড়াতে এটির ওপর দেয়া হয়েছে স্বর্ণের ছিটা। আরও ব্যবহার করা হয়েছে ফ্রান্সে উৎপাদিত এক ধরনের ছত্রাক। কিমাটির ওজন ৪ কেজি। যে কেউ এটি কিনতে চাইলে কাঠের তৈরি এক বাক্সে ভরে ঘরে পৌঁছে দেয়া হবে। ডেইলি মিরর অবলম্বনে।
×