ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে লাঠিচার্জের প্রতিবাদে অনশন

প্রকাশিত: ০৪:১৪, ২২ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে লাঠিচার্জের প্রতিবাদে অনশন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ জানুয়ারি ॥ সদর উপজেলার বরুনাগাঁও বাসিয়াদেবী গ্রামে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদকৃত জমিতে পুলিশের উপস্থিতিতে পুনরায় জবরদখলকারীকে পুনর্বাসন করায় এবং হিন্দু সম্প্রদায়ের নিরীহ লোকজনের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনশন কর্মসূচী পালন করেছে শতাধিক সংখ্যালঘু নারী-পুরুষ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সালন্দর ইউনিয়ন কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। অনশনকারীরা জানান, গত মঙ্গলবার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল বরুনাগাঁও গ্রামে আসাদুল হক নামে এক ট্রাক শ্রমিকের বাড়িঘর উচ্ছেদ করে। এরই প্রতিবাদে ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিকরা ওইদিন ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে রাতভর বৈঠকে ট্রাক শ্রমিক আসাদুলকে বর্ণিত জমিতে পুনর্বাসন করার (ঘর তুলে দেয়ার) আশ্বাস দিলে তারা ভোরে অবরোধ তুলে নেয়। বুধবার বিকেলে জেলার ৫ জন ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদকৃত আসাদুল হককে বর্ণিত জমিতে পুনরায় ঘর তোলার কাজে সহযোগিতা করে। এ সময় বিপিন ও তার পরিবারের লোকজন ঘর তুলতে বাধা দিলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এতে বিপিনের ছেলে বাজার, মেয়ে রিতা রানী, প্রতিবেশী জসোদা, গীতা রানী, সাবিত্রী, অন্টতরা ও প্রথমাসহ আরও কয়েকজন আহত হয়। এ ঘটনায় সংখ্যালঘু লোকজন বিক্ষোভে ফেটে পড়ে এবং বৃহস্পতিবার সকাল তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচী শুরু করে। এ সময় তারা লাঠিচার্জকারী পুলিশ সদস্যদের অপসারণ ও বিচার দাবি করে। পরে পুলিশ সুপার ফারহাত আহমেদ অনশনকারীদের সামনে উপস্থিত হয়ে দোষী পুলিশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা বিকেল ৩টায় অনশন ভঙ্গ করেন। সাভারে ঠিকাদারের অবহেলায় বাড়ির দেয়াল ড্রেনে নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ জানুয়ারি ॥ বুধবার মধ্যরাতে বিকট শব্দে ভেঙ্গে পড়ে সাভারের একটি বাড়ির ৫টি কক্ষের দেয়াল। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ঠিকাদারের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। পৌর এলাকার মধ্যপাড়ার জেলেপাড়া মহল্লায় হরিপদ সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা জানান, তাদের বাড়িসংলগ্ন রাস্তা দিয়ে আন্ডারপাস ড্রেন নির্মাণ করা হচ্ছিল। মাটি খোঁড়ার সময় তারা সংশ্লিষ্ট ঠিকাদারকে বলেছিলেন যেন সতর্কতার সঙ্গে মাটি খোঁড়া হয় যাতে তাদের দেয়াল ভেঙ্গে না পড়ে।
×