ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত

প্রকাশিত: ০৫:২৯, ৯ জানুয়ারি ২০১৬

নওগাঁয় অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ জানুয়ারি ॥ মান্দা উপজেলার সাবাইহাটের সরকারী সম্পত্তি দখল করে পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। দখলবাজরা গত দুই সপ্তাহ হাটের জায়গায় অন্তত ২০টি স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখলেও রহস্যজনক কারণে প্রশাসন রয়েছে নীরব। এতে স্থানীয় ব্যবসায়ী মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাবাইহাটের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তার পূর্বপাশে একই স্থানে ইটের তৈরি স্থাপনা নির্মাণ করে ছাদ ঢালাই দেয়া হয়েছে। স্থাপনাগুলো নির্মাণ করেছেন, বাজারের জয়ন্ত কুমার, আব্দুল কাদের, নয়ন, মোস্তফা, আবুল কাসেম, আফসার আলী, মানিক, রবিন কুমার, ডালিম, আইয়ুব আলীসহ ১২ ব্যক্তি। হাটের অন্য জায়গায় জবরদখল করে নজরুল ইসলামসহ আরও কয়েকজন নির্মাণ কাজ শুরু করেছেন। স্থানীয়দের অভিযোগ, গত দুই সপ্তাহ ধরে এ মহোৎসব চললেও স্থানীয় প্রশাসন রয়েছে নীরব। ঘরনির্মাতারা জানান, স্থাপনা নির্মাণের পক্ষে তাদের কোন কাগজপত্র নেই। প্রশাসনের অনুমতি ছাড়াই স্থাপনাগুলো নির্মাণ করছেন তারা। দখলদার নজরুল ইসলাম বলেন, হাটের জায়গায় অন্যরা ঘর নির্মাণ করছেন। তাদের দেখাদেখি তিনিও পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল আলম জানান, হাটের জায়গায় স্থাপনা নির্মাণ করা হলে তদন্ত করে নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×