ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৯ মার্চ

প্রকাশিত: ২৩:৫৩, ২৯ ডিসেম্বর ২০১৫

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৯ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ রমনা থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন মঙ্গলবার মির্জা ফখরুল নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ জন্য তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। ২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে মামলাটি করেন। ২০১৪ সালের ৫ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সহ-সম্পাদক সুলতাল সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাবেক সম্পাদক হাবীবুর রশিদ হাবীবসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
×