ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

প্রকাশিত: ০৩:৪৪, ২৫ নভেম্বর ২০১৫

পাবনায় দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

কৃষ্ণ ভৌমিক, পাবনা ॥ পাবনা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়রপ্রার্থীরা নেতাদের দ্বারে দ্বারে ধরনা এলাকায় উঠান বৈঠক, আলোচনা সভাসহ সাধারণ ভোটারদের কাছে সমর্থন আদায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চায়ের দোকান, বাজার-ঘাটসহ সর্বত্রই একই আলোচনা এখন শোনা যাচ্ছে কে কোন দল থেকে মেয়র প্রার্থী হচ্ছেন? পাশাপাশি শহরের অলি-গলিতে মেয়র সমর্থকদের নামে টানানো হয়েছে ডিজিটাল ব্যানার আর ফেস্টুন। প্রথম শ্রেণীর এই পৌরসভার বর্তমান মেয়র কামরুল হাসান মিন্টু। বিএনপি থেকে বহিষ্কৃত তিনি। পর পর দু’বার নির্বাচিত হয়েছেন। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন, এছাড়া প্রচারণায় নেমেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহম্মদ মাসুম বগা, পৌর বিএনপির সভাপতি তৌফিকুল হাবিব। এর বাইরে সম্ভাব্য প্রার্থী তালিকায় আছেন জামায়াতে ইসলামীর মাওলানা ইকবাল হোসাইন, আবিদ হাসান দুলাল। আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে প্রচার চালাচ্ছেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন। পৌর নির্বাচনে গতবারের পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু ইসহাক শামীম আছেন প্রচারে। আরও আছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট তসলিম হাসান সুমন, জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, আব্দুল বারী বাকি। এছাড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, আব্দুল কাদের খান, জাসদের হাবিবুল হক মিন্টু এবং ওয়ার্কার্স পার্টির জাকির হোসেনের নাম শোনা যাচ্ছে। সাধারণ ভোটারদের ধারণা, বর্তমান মেয়র কামরুল হাসান মিন্টুর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই হবে। জেলার সুজানগর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য ১১ মেয়র প্রার্থীর প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনে এখন পর্যন্ত আওয়ামী লীগের সাত, বিএনপির তিন এবং জাতীয় পার্টির (এরশাদ) একসহ মোট ১১ জন সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আফছার আলী মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সরদার রাজু আহমেদ। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আজম আলী বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম বাবু প্রচারণা চালাচ্ছেন।
×