ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁর তাসমিনা অনুদান পেল একটি ঘোড়া!

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ নভেম্বর ২০১৫

নওগাঁর তাসমিনা অনুদান পেল  একটি ঘোড়া!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ অবশেষে একটি ঘোড়া অনুদান পেল নওগাঁর দরিদ্র ও শিশু ঘোড়া সওয়ারী তাসমিনা খাতুন (১১)। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকসুবল (শংকরপুর) গ্রামের ওবায়দুলের মেয়ে তাসমিনা বিভিন্ন ঘোড়দৌড়ে ১ম স্থান অধিকার করে একাধিকবার পুরস্কৃত হয়। কিন্তু নিজের ঘোড়া না থাকায় পুরস্কার নিয়ে যায় নিষ্ঠুর ঘোড়া মালিক। এমন খবর মিডিয়াসহ বিভিন্ন ভাবে প্রচারের পর ধামইরহাট চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল-ই-রাব্বানীর মাধ্যমে অনুসন্ধান করে দানশীল ব্যক্তি ঢাকার বেইলী রোডের বিশিষ্ট ব্যবসায়ী উলফত কাদের হত দরিদ্র এই মেয়েটিকে একটি ঘোড়া প্রদানে উৎসাহী হন। গত ২০ নবেম্বর গাজীপুরে অবস্থিত নিজস্ব ঘোড়ার ফার্ম থেকে লক্ষাধিক টাকা মুল্যের ১ টি ঘোড়া তাসমিনাকে দান করেন এবং ভাল ফলাফল করলে ভবিষ্যতেও সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি। ঘোড়া পেয়ে তাসমিনার অনুভূতি বড় সংবেদনশীল। লেখা পড়ার পাশাপাশি ঘোড়া দৌড়ে সারাদেশে এখন ১ম হওয়ায় স্বপ্ন দেখছে তাসমিনা। মাত্র ১১ বছর বয়সী এই ঘোড়া সওয়ারী ঢাকা-চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন প্রান্তরে ঘোড়-দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে।
×