ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাঁপাই পৌরসভা বরাদ্দের অর্থ আসছে না ॥ মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন

প্রকাশিত: ০৬:২৬, ৭ নভেম্বর ২০১৫

চাঁপাই পৌরসভা বরাদ্দের অর্থ আসছে না ॥ মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বরাদ্দ শত কোটি টাকার ওপর হলেও আজও দেখা মেলেনি। ‘তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নকরণ’ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা অন্তর্ভুক্ত হওয়ার এক বছর পেরিয়ে যাওয়ার পরেও বরাদ্দ অর্থ না আসায় প্রায় মুখ থুবড়ে পড়েছে সব উন্নয়ন কর্মকা-। দেশের ৩১টি পৌরসভার জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক প্রায় ২৬শ’ কোটি টাকা বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে তা কার্যকর করার নির্দেশ দিয়েছিল। সে মোতাবেক মন্ত্রণালয় দেশের ৩১টি পৌরসভাকে অন্তর্ভুক্ত করে ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রজ্ঞাপন জারি করে। সে মোতাবেক প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে অন্তর্ভুক্ত করলেও এখন পর্যন্ত বণ্টনকৃত অর্থ এসে পৌঁছেনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা তিন ফেজে কাজ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে অর্থের জন্য তাকিয়ে রয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে ৪৩টি সড়ক ও ১৩ ড্রেন সংস্কার ও পুনর্নির্মাণ। এই ৫৬ প্রকল্পে প্রয়োজন হবে ১৮ কোটি টাকা। প্রথম ফেজে সড়ক ও ড্রেন সংস্কার প্রকল্প ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় ফেজে রয়েছে দারিদ্র্য বিমোচন, বিনোদন, শহর পরিচ্ছন্ন ইত্যাদি প্রকল্প। কিন্তু বরাদ্দ বিদেশী অর্থ স্থানীয় সরকার মন্ত্রণালয় ছাড় দিতে দেরি করায় উন্নয়ন প্রকল্প নিয়ে পৌরসভা বসে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার নির্বাহী প্রকৌলশী সাদেকুল ইসলাম জনকণ্ঠকে জানান আগামী বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের কাজ শেষ করতে না পারলে বড় সঙ্কটের মধ্যে পড়বে পৌরসভা।
×