ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবোঝাই কার্গোডুবি

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ অক্টোবর ২০১৫

সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে কয়লাবোঝাই কার্গোডুবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।। সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের পশুর নদীতে ৫শ ১০ টন কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মংলার জয়মনির ঘোল বউটি মার্কেট এলাকায় পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটির মাস্টার মো. ভুলু গাজী ও মংলা থানার জয়মনির ঘোল নৌ-টহল ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কার্গো জাহাজটির মাস্টার মো. ভুলু গাজী (৪০) জানান, এমভি জি.আর রাজ নামে কার্গোটি ৫শ ১০ টন কয়লা নিয়ে মংলা বন্দরের হারবাড়িয়া থেকে খুলনা যাচ্ছিলো। পথে জাহাজটির তলা ফেটে যায়। তাৎক্ষনিক জাহাজটিকে তীরে আনার চেষ্টা করা হয়। একপর্যায়ে সাইলো (খাদ্য গুদাম) সংলগ্ন পশুর নদীর জয়মনির ঘোল এলাকায় জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১০ জন কর্মচারি নিরাপদে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। এর আগে, গত বছরের ০৯ ডিসেম্বর জয়মনির ঘোল সাইলো (খাদ্য গুদাম) থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনা ঘটে।
×