ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন ভার্সিটিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ০৬:১৮, ২২ অক্টোবর ২০১৫

ইস্টার্ন ভার্সিটিতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ইস্টার্র্ন ইউনিভার্সিটির (ইইউ) ভর্তি অফিস এবং জনসংযোগ অফিসের যৌথ আয়োজনে ২০ অক্টোবর অনুষ্ঠিত হলো ২০১৫ সালের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাকির আমিন চৌধুরী এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আল মাহমুদ। সম্মানিত অতিথি ছিলেন ইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। -বিজ্ঞপ্তি ওয়ার্ল্ড ভার্সিটিতে ফ্রি ডায়াবেটিস স্ক্রীনিং প্রোগ্রাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ‘ফার্মেসি ক্লাব’ (ডব্লিউইউপিসি) লিও ক্লাব অব গেন্ডারিয়া এবং লাইনস ক্লাব অব ঢাকার আয়োজনে ভলেনটারি ব্লাড ডোনেশন এবং ফ্রি ডায়াবেটিস স্ক্রীনিং প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন লায়ন ড. এমএ হালিম পাটওয়ারী, পিএমজেএফ, ডিস্ট্রিক্ট গবর্নর, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ; লায়ন মিয়া মোহাম্মদ কুদ্দুস, এফসিএ, এমজেএফ, আইপিডিজি, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রধান জুবায়ের খালেদ লাবু। -বিজ্ঞপ্তি মন্দিরের ফলক উন্মোচন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার বেতাগা বাজার সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের পুনর্নির্মাণের ফলক উন্মোচন ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন হেপী বড়াল এমপি। বুধবার বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সীতা রানাী দেবনাথ, দাশ শিশির কুমার, পারভীন আহম্মেদ, অধ্যক্ষ বটুগোপাল দাশ, ঠাকুর দাশ, খান শামীম জামান পলাশ, দুলাল চন্দ্র দাশ, শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, তরুণ কান্তি দাশ প্রমুখ। বিনামূল্যে ভ্যাকসিন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ অক্টোবর ॥ কিশোরগঞ্জে বিনামূল্যে ৩ শতাধিক গবাদি পশুর ক্ষুরা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বুধবার সকালে সদরের মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভ্যাটেনারি ফিল্ড এসিস্টেন্ট ডাঃ আঃ হামিদ এ ভ্যাকসিন প্রদান করেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ সাত্তার উপস্থিত ছিলেন।
×