ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে দুই পাখি ব্যবসায়ীর এক বছর করে জেল

প্রকাশিত: ০৮:৩৩, ৮ অক্টোবর ২০১৫

গাজীপুরে দুই পাখি ব্যবসায়ীর এক বছর করে জেল

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ অক্টোবর ॥ গাজীপুরে ৮শ’ পাখিসহ দুই পাখি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন বিভাগের কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর করে কারাদ- দিয়েছে। সাজাপ্রাপ্ত দুই পাখি ব্যাবসায়ী হলো- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুজিবুর রহমানের ছেলে নজরুল (৩৮) ও আফাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০)। বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষক এবং বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প পরিচালক তপন কুমার দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মহানগরীর রিয়াজনগর এলাকা থেকে নজরুল ও লাল মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২০টি মুনিয়া এবং ৩৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, বিদেশে পাচারের জন্য তারা উত্তরবঙ্গ থেকে পাখিগুলো ধরে এনেছিল।
×