ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

দিনাজপুরে বাকি না দেয়ায় পান দোকানিকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩১, ২০ সেপ্টেম্বর ২০১৫

দিনাজপুরে বাকি না দেয়ায় পান দোকানিকে পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের রামনগর এলাকায় মোখলেসুর রহমান ধলা (২৮) নামে এক পান দোকানদারকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, দোকানে বাকি না দেয়ায় এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোখলেসুর রহমান ধলা রামনগরের দুলু মিয়ার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ধলা রামনগর বাজারে পান-সিগারেটের দোকান করতেন। কয়েকদিন যাতে বখাটের সঙ্গে বাকিতে কেনাবেচা নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে বখাটেরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। শুক্রবার রাত সাড়ে আটটায় ধলা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার বেলা পৌনে ১১টায় এলাকাবাসী আগুনে পোড়া ধলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুলু মিয়া জানান, শুক্রবার রাত থেকেই অনেক খোঁজাখুঁজি করেও ছেলে দুলু মিয়াকে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল সাড়ে ১০টায় রামনগর খেলার মাঠের এক কোণে আগুনে পুড়ে যাওয়া একটি লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তিনি গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। তার ধারণা, এলাকারই কিছু বখাটে যুবক এই হত্যাকা- ঘটিয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান জানান, লাশটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তাকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

রাজধানীতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
যুক্তরাষ্ট্রে টর্নেডোর ভয়াবহ আঘাতে নিহত ৭
রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বাইডেন
ইউক্রেনকে ৪ টি যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি
তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪
ভারতকে হারিয়েছে বাংলাদেশ
রমজানে বিএনপির কর্মসূচি ঘোষণা
ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব
প্রথম দিনেই জমে উঠেছিলো রাজধানীর ইফতার বাজার
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১
রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই :ওবায়দুল কাদের
লোকসভার সাংসদ পদ হারালেন রাহুল গান্ধী
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৮৪ মামলা
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান