ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশিত: ০৬:০৩, ৫ সেপ্টেম্বর ২০১৫

রাজবাড়ীতে পুলিশের  সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত, অস্ত্র ও গুলি  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৪ সেপ্টেম্বর ॥ পাংশায় শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি শুটারগান, ১টি একনলা বন্দুক, ৫টি কার্তুজ এবং ৬টি গুলির খোসা উদ্ধার করে। নিহতরা হচ্ছে জিয়ারত ম-লের পুত্র কামাল হোসেন (৪০) এবং জালাল খাঁর পুত্র ওমর খাঁ (৩৫)। উভয়ের বাড়ি শান্তিখোলা ও বড় চৌবাড়ীয়ার চরপাড়া গ্রামে। নিহতদের মধ্যে কামাল হোসেন ২০০৪ সালে পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমান মিজান হত্যা মামলার ১ নম্বর আসামি। সে এলাকায় চরমপন্থী সন্ত্রাসী কর্মকা- এবং ডাকাতি করত। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি এবং আন্তঃজেলা ডাকাত সরদার ওমর খাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি-খুনসহ ৪টি মামলা রয়েছে। পাংশা থানার এসআই হাসিনা বেগম জানান, আটক দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাদের নিয়ে রাত সোয়া তিনটার দিকে পূর্ব পাট্রা বিল বিহারী গ্রামের একটি মেহগনি বাগানে অস্ত্র উদ্ধারে গেলে ডাকাতদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতের সহযোগীরা পালিয়ে গেলে উভয়কে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে পাংশা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পাংশা থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াত, এসআই হাফিজুর রহমান, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল সোহেল সরকার এবং সেলিম মিয়া আহত হয়। নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালে রাখা হয়েছে।
×