ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যেন শৈশবে...

প্রকাশিত: ০৫:৫৬, ১ সেপ্টেম্বর ২০১৫

যেন শৈশবে...

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজের জন্য গত ২২ আগস্ট থেকে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারদের মূলত ফিটনেস ঠিক রাখার কাজ চলছে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়নের অধীনে। সেটার অংশ হিসেবে প্রতিদিনই শেষ সময়ে ফুটবল খেলেন ক্রিকেটাররা। সোমবার সে জন্য আরও ভাল পরিবেশ পেয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা-সাকিব আল হাসানরা। কারণ এদিন বৃষ্টিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে জমে গিয়েছিল পানি। তবে ‘হোম অব ক্রিকেটের’ গ্রাউন্ড এমনভাবে তৈরি যেখানে পানি বেশিক্ষণ থাকে না এবং সে কারণে কর্দমাক্ত হওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু শৈশব ফিরে এলো সব ক্রিকেটারের মধ্যে। শৈশবে সবাই বৃষ্টির মধ্যে কর্দমাক্ত মাঠে ফুটবল খেলেছেন। এদিনও খেললেন বৃষ্টিতে ভিজে। সাকিব বেশ ভাল ফুটবল খেলেন। ম্যাচের একমাত্র গোলটিও করেছেন এদিন মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শটে। স্কোর কার্ড ভারত প্রথম ইনিংস ৩১২/১০ (১০০.১ ওভার; পুজারা ১৪৫*, মিশ্র ৫৯, রোহিত ২৬, ওঝা ২১, কোহলি ১৮, রাহানে ৮, অশ্বিন ৫, রাহুল ২, ইশান্ত ৬, বিনি ০; প্রসাদ ৪/১০০, হেরাথ ৩/৮৪, কুশল ১/৪৫, ম্যাথুস ১/২৪, প্রদীপ ১/৫২) ও দ্বিতীয় ইনিংস ২৭৪/১০ (৭৬ ওভার; অশ্বিন ৫৮, রোহিত ৫০, বিনি ৪৯, মিশ্র ৩৯, ওঝা ৩৫, কোহলি ২১, রাহানে ৪, যাদব ৪, ইশান্ত ২*, রাহুল ২, পুজারা ০; প্রদীপ ৪/৬২, প্রসাদ ৪/৬৯, হেরাথ ১/৮৯) শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০১/১০ (৫২.২ ওভার; কুশল পেরেরা ৫৫, হেরাথ ৪৯, প্রসাদ ২৭, চান্দিমাল ২৩, থারিন্ডু ১৬, করুনারতেœ ১১, থারাঙ্গা ৪, কুশল সিলভা ৩, ম্যাথুস ১, থিরিমান্নে ০, প্রদীপ ২*; ইশান্ত ৫/৫৪, বিনি ২/২৪, মিশ্র ২/২৫, যাদব ১/৬৪) ও দ্বিতীয় ইনিংস ৬৭/৩ (১৮.১ ওভার; সিলভা ২৪*, ম্যাথুস ২২*, চান্দিমাল ১৮, থারাঙ্গা ০, করুনারতেœ ০; ইশান্ত ২/১৪, যাদব ১/৩২) ** চতুর্থ দিন শেষে
×