ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৭:১০, ২৭ আগস্ট ২০১৫

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় পুঁজিবাজারেই বুধবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। তবে মঙ্গলবারের তুলনায় বুধবারে উভয় বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবারে সকাল থেকেই সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন চলতে থাকে। একইসঙ্গে বাড়তে থাকে শেয়ার লেনদেনের পরিমাণ। কিন্তু মাঝপথে লেনদেনের গতি কিছুটা মন্থর হয়ে যায়। যার কারণে দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩১ কোটি ৭৫ লাখ টাকার। যা মঙ্গলবারের তুলনায় ২৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। সারাদিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৭ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা সিউটিক্যালস লিমিটেড, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, আলহাজ টেক্সটাইল, ইফাদ অটোস, এ্যাপেক্স ট্যানারি, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যামনাল ফিড মিল লিমিটেড এবং এ্যাপেক্স ফুডস। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ডেল্টা ব্র্যাক হাউজিং, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প, জেমিনি সী ফুড, মুন্নু স্টাফলারস, রংপুর ফাউন্ডি, এএমসিএল (প্রাণ) ও মুন্নু সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, বিডি ওয়েল্ডিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুডস, কাসেম ড্রাইসেল, সামাতা লেদার ও সেন্ট্রাল ফার্মা। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও সব ধরনের সূচক বেড়েছে। সকালে সূচক ও লেনদেন বৃদ্ধি দিয়ে শুরুর পরে স্টক একচেঞ্জটিতে লেনদেন ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, এ্যাপেক্স ট্যানারি, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার ও বিএসআরএম লিমিটেড।
×