ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদ সদস্যের স্টিকার লাগানো কার থেকে ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৮, ২৪ আগস্ট ২০১৫

সংসদ সদস্যের  স্টিকার লাগানো  কার থেকে ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দামী এলিয়ন প্রাইভেট কার। সামনে স্টিকারে লেখা ‘জাতীয় সংসদ সদস্য’। তার পরও পুলিশ কারটি থামার নির্দেশ দেয়। কিন্তু পুলিশের দুটি ব্যারিকেড ভেঙ্গে চলে যায় কারটি। এর পর তৃতীয় ব্যারিকেডে গিয়ে থামাতে বাধ্য হয় চালক। কারটিতে (ঢাকা মেট্রো-গ-২৯-৯০৫২) তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় সাড়ে ৭শ’ বোতল ফেনসিডিল। রবিবার বিকেলে যশোর-মাগুরা সড়কের খাজুরা পুলিশ ফাঁড়ির সদস্যরা এই ফেনসিডিল উদ্ধার করেন। আটক করা হয় কারের চালক এবং মালিক ফিরোজ আলমকে। তার বাড়ি লক্ষ্মীপুর সদরের দালালবাজার এলাকায়। পিতার নাম নুরু মিয়া। খাজুরা পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ জানান, বিকেলে তারা যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়া খাজুরা বাজার এলাকায় সড়কের টহল দিচ্ছিলেন। এ সময় জাতীয় সংসদ সদস্য স্টিকার লেখা একটি প্রাইভেট কার যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল। কারটিকে থামার সঙ্কেত দিলে সেটি দ্রুত মাগুরার দিকে চলে যায়। ফাঁড়ির একটি টহল দল খাজুরা বাজারের পেট্রোলপাম্পের পাশে ব্যারিকেড দেয়। কিন্তু সেটা ভেঙ্গে পালিয়ে যায় কারটি। পরে খাজুরা বাজার থেকে ৭ কিলোমিটার দূরে আরেকটি ব্যারিকেড দিয়ে কারটি আটক করা হয়। উদ্ধার করা হয় ফেনসিডিল। ফিরোজ আলম স্বীকার করেছে, জাতীয় সংসদ সদস্য এবং পুলিশের স্টিকার লাগিয়ে দীর্ঘদিন ধরে সে বেনাপোল থেকে ঢাকায় ফেনসিডিল নিয়ে যায়। এবারই সে প্রথম ধরা পড়ল। তার কার থেকে পুলিশ এবং ডিএমপি লেখা আরও দুটি স্টিকার উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।
×