ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে যৌন হয়রানি ॥ মাদ্রাসা সিলগালা, পরিচালক ও শিক্ষকের দণ্ড

প্রকাশিত: ০৬:১৮, ১৪ আগস্ট ২০১৫

নাটোরে যৌন হয়রানি ॥ মাদ্রাসা সিলগালা, পরিচালক ও শিক্ষকের দণ্ড

সংবাদদাতা, নাটোর, ১৩ আগস্ট ॥ বড়াইগ্রামে মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার পরিচালকসহ দুইজনকে কারাদ- ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ আদেশ দেন। এদিকে কোন অনুমতি না থাকায় মহিলা মাদ্রাসাটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন জানান, উপজেলার আহম্মদপুর এলাকায় অবস্থিত হয়রত আশেয়া সিদ্দিকা (রা) মহিলা মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন এবং পরিচালক মোবারক হোসেন ছাত্রীদের হোস্টেলে গিয়ে মাঝে মধ্যেই যৌন হয়রানি করত। সম্প্রতি কয়েক ছাত্রীর অভিভাবক ইএনও অফিস বরাবর শিক্ষকসহ দুজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। পরে সে অভিযোগের ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন এবং পরিচালক মোবারক হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দু’জনকে এক বছরের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- দেয়া হয়।
×