ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেঘনার ভাঙন ঠেকাতে ডাম্পিং

প্রকাশিত: ০৫:৫২, ২৫ জুলাই ২০১৫

মেঘনার ভাঙন ঠেকাতে ডাম্পিং

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ জুলাই ॥ অবশেষে শুক্রবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কসহ ইলিশা ফেরিঘাট ও তিন ইউনিয়নকে রক্ষায় বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ডের টাস্কফোর্স টিম। ওই টিমের প্রধান কাজী তোফায়েল আহম্মদ। গত কয়েক এলাকাবাসীর আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে এ কাজ শুরু হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, ভোলা-লক্ষ্মীপুর রুটে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ১৬ জেলার হাজার হাজার মানুষ সহজ যোগাযোগের জন্য যাতায়াত করে থাকে। কিন্তু ঈদের দিন থেকে হঠাৎ করেই উজানের পানির চাপে ইলিশা ফেরিঘাট সড়কসহ বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দেয়। প্রায় তিনশ’ মিটার নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভয়াবহ এ পরিস্থিতিতে ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির ব্যানারে এলাকার শত শত মানুষ ভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। চারদিন আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভাঙন এলাকা পরিদশর্ন করে ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বাণিজ্যমন্ত্রী তাৎক্ষণিক পানিসম্পদ মন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে এলাকার ভয়াবহতা তুলে ধরে যোগযোগ করেন। এর পরেই দ্রুত ব্যবস্থা নিতে দুই কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার বস্তা বালি ফেলার উদ্যোগ নেয়া হয় বলে জানান পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ ।
×