ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন ঘণ্টায় বাড়ি তৈরি

প্রকাশিত: ০৬:০৪, ২২ জুলাই ২০১৫

তিন ঘণ্টায় বাড়ি তৈরি

একটি দোতলা বাড়ি মাত্র তিন ঘণ্টায় তৈরি করে বিশ্ববাসীকে পুরো অবাক করে দিয়েছে চীন। শুধু দোতলা বাড়িই নয়, এই সময়ের মধ্যে বাড়িটিতে জল ও বিদ্যুত সংযোগ এমনকি ইন্টেরিয়র ডেকোরেশনও করা হয়েছে। বাড়িটি তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির ব্যবহারে। এটি নির্মাণ করা হয়েছে দেশটির উত্তর-পশ্চিমের শানঝি প্রদেশের ঝিয়াং শহরে। থ্রিডি প্রিন্টের মাধ্যমে কৃষি ও শিল্পজাত জঞ্জাল বাড়ির উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া রেডিমেড লিভিংরুম, বেডরুম, কিচেন ও টয়লেট ক্রেনের সাহায্যে নিয়ে জায়গামতো বসিয়ে সাজিয়ে তোলা হয় ছিমছাম-মনোরম এক দোতলা বাড়ি। সাধারণত একটি দোতলা বাড়ি করতে কমপক্ষে ছয়মাস সময় লেগে যায়। সেখানে থ্রিডি প্রিন্টের মাধ্যমে মাত্র তিন ঘণ্টায় বাড়ি তৈরির ঘটনা মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এ ধরনের বাড়ি তৈরির খরচও হাতের নাগালে। চার থেকে পাঁচ শ’ ডলারের মধ্যই মালিক বনে যেতে পারেন একটি দোতলা বাড়ির। এটি নয়মাত্রার ভূমিকম্পেও যেমন ভেঙ্গে পড়বে না তেমনি অগ্নি ও জলরোধকও বলে জানিয়েছেন বাড়িটির নির্মাতা। সূত্র: ওয়েবসাইট
×