ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হানিফ সংকেতের ‘সুসময়ে সকলেই’

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ জুলাই ২০১৫

হানিফ সংকেতের ‘সুসময়ে সকলেই’

সংস্কৃতি ডেস্ক ॥ বরেণ্য নির্মাতা হানিফ সংকেত মানেই চমক। হানিফ সংকেত মানেই নতুনত্ব। গতানুগতিক গল্পের নাটক, টেলিফিল্ম কিংবা তথাকথিত ম্যাগাজিন অনুষ্ঠানের নামে অহেতু ভাড়ামিতে দর্শকরা যখন ত্যাক্ত-বিরক্ত সেই সময়ে স্বল্প সময়ের জন্য হলেও হানিফ সংকেত নির্মিত নাটক বা ম্যাগাজিন অনুষ্ঠান দর্শকদের কিছুটা হলেও বিনোদন দেয়, দেয় প্রত্যাশিত আনন্দ। তাই প্রতি বছরই দর্শকরা তার দিকেই চেয়ে থাকেন এবার তিনি কি চমক দেবেন। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখেই প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাশাপাশি একটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘সুসময়ে সকলেই...’। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৮-৫০ মিনিটে। ‘সুসময়ে সকলেই...’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, তারিন, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, আবদুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, রতন খান, নজরুল ইসলামসহ প্রমুখ। ফাগুন অডিও ভিশনের নিজস্ব স্পটে এ নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী।
×