ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় এ্যাসিড মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৭:২৩, ২৩ জুন ২০১৫

নেত্রকোনায় এ্যাসিড মামলায় পাঁচজনের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ জুন ॥ জেলার দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের এমদাদুল হকের স্ত্রী শিউলী আক্তার(২৮) এবং তার দুই মেয়ে ইতি(৯) ও সাথীকে(৭) এ্যাসিডে ঝলসে দেয়ার অভিযোগে মামলার পাঁচ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। সোমবার দুপুরে নেত্রকোনার এ্যাসিড দমন ট্রাইব্যুনাল বিচারক অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুল হামিদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-িত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার রামবাড়ি গ্রামের বাচ্চু মিয়া, মানিক মিয়া, রুক্কু মিয়া, জামাল হোসেন ও বুরুজ আলী। চট্টগ্রামে ৬ তেল কারখানা সিলগালা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ৬টি সয়াবিন তেল কারখানার সন্ধান মিলেছে। ভ্রাম্যমাণ আদালত এই কারখানাগুলো সিলগালা এবং পাঁচ মালিককে বিভিন্ন মেয়াদে সাজা ও একজনকে দেড় লাখ টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে সোমবার এ অভিযান চলে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোন ধরনের অনুমোদন ছাড়াই ছোট ছোট কক্ষ ভাড়া নিয়ে সেখানে চলে আসছে তেল উৎপাদন। অবৈধ এ প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত তেল বাজারজাত করে আসছিল, যা যথাযথ মানসম্পন্ন কিনা তাও পরীক্ষিত নয়। ভ্রাম্যমাণ আদালত কারখানাগুলো সিলগালা এবং ৫ মালিককে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করে। চট্টগ্রামে যাত্রী ভোগান্তি লাঘবে পুলিশের বাস সার্ভিস স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে যাত্রী সাধারণের ভোগান্তি লাঘবের সৌজন্য বাস সার্ভিস চালু করেছে পুলিশ। সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল সোমবার বিকেলে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় এ সার্ভিস উদ্বোধন করেন। রমজান মাসের শেষ দিন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ সার্ভিস প্রদান করা হবে। সিএমপি সূত্রে জানানো হয়, পুলিশের দুটি বাস দিয়ে উদ্বোধন করা হয় যাত্রী পরিবহন। বাস দুটি ষোলশহর ২ নম্বর গেট হতে বারিক বিল্ডিং পর্যন্ত যাতায়াত করবে। প্রয়োজনে ইপিজেড পর্যন্ত যাবে। উদ্বোধনকালে সিএমপি কমিশনার বলেন, রমজান উপলক্ষে ইফতারির আগে এবং পরে যাত্রীদের প্রচুর ভিড় হয়। এ সময় শহর এলাকায় বাস অপ্রতুল থাকে। যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে মানবিক কারণে পুলিশের এই কার্যক্রম। পরিবহনকালে মহিলা ও শিশু যাত্রীরা অগ্রাধিকার পাবে। প্রথম দিকের ছয়টি সিট মহিলাদের জন্য বরাদ্দ থাকবে। মহিলা যাত্রীর সংখ্যা বেশি হলে পুরুষ যাত্রীগণ সিট ছেড়ে দিতে বাধ্য থাকবে। উদ্বোধন শেষে তিনি দুই নম্বর গেইট হতে উর্ধতন পুলিশ কর্মকর্তাসহ যাত্রীদের সাথে জিইসি মোড় পর্যন্ত আসেন। পঞ্চগড়ে বিএসএফের গুলিতে পাঁচ চোরাকারবারি আহত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ৫ চোরাকারবারি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ঘাগড়া সীমান্তের সিংপাড়া বেরুবাড়ির ভারতীয় এলাকায় এ গুলির ঘটনা ঘটে। সীমান্তবাসী সূত্র জানায়, ১৫ থেকে ২০জনের একটি চোরাকারবারির দল ভারত থেকে চোরাপথে গরু নিয়ে আসছিল। এ সময় সিংপাড়া বিএসএফ ফাঁড়ির সশস্ত্র টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ৫ জন গুলিবিদ্ধ হয় এবং বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। বিএসএফের গুলিতে আহতরা হলো- খুশিবুল, শাহাজাহান, ইমরান, লিটন ও আমিনুল মাহান। এদের মধ্যে আমিনুল মাহানের বাড়ি-সদর উপজেলার ঝুলিপাড়া গ্রামে। বাকিরা ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তের বাসিন্দা। বিএসএফ সদস্যরা ১৮টি গরু উদ্ধার করে নিয়ে যায়। বাগেরহাটে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে সোমবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিবেক বালা (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এদিন সকালে উপজেলার খাসেরহাট বাজারে একটি টিনের ঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি মারা যান।
×