ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুবেলের অব্যাহতি হ্যাপির নারাজি

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ মে ২০১৫

রুবেলের অব্যাহতি  হ্যাপির নারাজি

কোর্ট রিপোর্টার ॥ ক্রিকেটার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে আদালতে পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। রবিবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইলের এজলাসে হাজির হয়ে তিনি এ নারাজি দেন। আংশিক শুনানি শেষে বিচারক শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন ২০ মে এবং এ সময় পর্যন্ত ১০ হাজার টাকা বন্ডে রুবেলের অন্তর্র্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন। এ সময় রুবেল ও হ্যাপি দুজনই আদালতে উপস্থিত ছিলেন। গত ৬ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) হালিমা খাতুন। তিনি প্রতিবেদনে বলেন, মামলার বাদী সাক্ষ্যপ্রমাণ হাজির করতে পারেননি। বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় চারদিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেন।
×