ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমতাভিত্তিক-দরিদ্রবান্ধব বাজেট চাই

প্রকাশিত: ০৬:২৪, ১০ মে ২০১৫

সমতাভিত্তিক-দরিদ্রবান্ধব বাজেট চাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমতাভিত্তিক, ন্যায্য ও দরিদ্রবান্ধব উন্নয়নই হোক আসন্ন বাজেট ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল প্রতিপাদ্য এই লক্ষ্যকে সামনে নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র আয়োজন করে ঢাকায় জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাস ও সংসদীয় সদস্যদের সঙ্গে অধিপরামর্শ সভার। শনিবার জাতীয় সংসদের শপথ কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভায় সমতাভিত্তিক-দরিদ্র বান্ধব বাজেট তৈরির তাগিদ দেয়া হয়েছে। জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের সভাপতি কর্নেল (অব) আওকাত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ককাসের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চন্দন জেড গমেজ, সুপ্রর ক্যাম্পেন সমন্বয়কারী সাকেরা নাহার, পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ। প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাবির অধ্যাপক এম. আবু ইউসুফ।
×